শাবিপ্রবির ভর্তি পরীক্ষায় এবার আসন প্রতি পরীক্ষার্থী ছিল ৩১ জন

প্রকাশিত November 18, 2017
শাবিপ্রবির ভর্তি পরীক্ষায় এবার আসন প্রতি পরীক্ষার্থী ছিল ৩১ জন

নিজস্ব প্রতিবেদক : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা শনিবার অনুষ্ঠিত হয়েছে।
শাবিপ্রবি ক্যাম্পাস সহ মহানগরীর ৪২টি কেন্দ্রে, সকাল সাড়ে ৯টা থেকে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের এবং দুপুর আড়াইটা থেকে বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল গণি জানান, এবছর ১,৬৮৯টি আসনের বিপরীতে ৫২,২৭৯ জন শিক্ষার্থী আবেদনপত্র জমা দেয়। গড়ে প্রতিটি আসনের আবেদনকারীর সংখ্যা ৩১। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রক্টরিয়াল কমিটি ক্যাম্পাসে সব ধরনের মিছিল-সমাবেশ নিষিদ্ধ করে। এছাড়া যে কোনো জালিয়াতি প্রতিরোধে অনুমোদিত ক্যালকুলেটর ছাড়া সব ধরনের ডিভাইস পরীক্ষার হলে নিষিদ্ধ করা হয়। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পুলিশ মোতায়েনের পাশাপাশি নিরাপত্তা রক্ষা ও পরীক্ষা নির্বিঘ্ন করতে মোবাইল টিমও কাজ করে।