শহীদ বুুদ্ধিজীবী ড জি সি দেবের বাড়ি দখল মুক্ত করার নির্দেশ

প্রকাশিত December 14, 2017
শহীদ বুুদ্ধিজীবী ড জি সি দেবের বাড়ি দখল মুক্ত করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক মো রাহাত আনোয়ার সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতায় শহীদ বুুদ্ধিজীবী দিবস ড জি সি দেবের বাড়ি অবৈধ দখল মুক্ত করার নির্দেশ দিয়েছেন।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
জেলা প্রশাসক জরুরি ভিত্তিতে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশও দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বাসুদেব বণিক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আহাদ, মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, ভবতোষ রায় বর্মণ, মদনমোহন কলেজের অধ্যক্ষ ড আবুল ফতেহ ফাত্তাহ, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সভাপতি আল আজাদ, অ্যাডভোকেট বন্ধু গোপাল দাস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক শাহ নজরুল ইসলাম, অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত প্রমুখ।
পরে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।