শনিবারের আনন্দ উৎসব সফল করতে সিলেটে ব্যাপক প্রস্তুতি

প্রকাশিত November 23, 2017
শনিবারের আনন্দ উৎসব সফল করতে সিলেটে ব্যাপক প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর সাতই মার্চের ঐতিহাসিক ভাষণকে ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করায় শনিবার সারা দেশে আনন্দ উৎসব অনুষ্ঠিত হবে।
সিলেটে এই আনন্দ উৎসবকে সফল করতে ব্যাপক প্রস্তুতি চলছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার পরিচালক দেবজিৎ সিনহা, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, তথ্য উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি, সাংবাদিক আফতাব চৌধুরী ও সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত।