মৌলভী আবদুল করিমের ১৫৪তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত August 21, 2017
মৌলভী আবদুল করিমের ১৫৪তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা

মৌলভী আবদুল করিমের ১৫৪তম জন্মদিন উপলক্ষে ‘শিক্ষাব্রতী ও কর্মসাধক’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় মদন মোহন কলেজ সাহিত্য পরিষদের উদ্যোগে মদন মোহন কলেজ শিক্ষক মিলনায়তনে এই আলোচনা  সভা অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ ড আবুল ফতেহ ফাত্তাহর সভাপতিত্বে এতে আলোচক ছিলেন অধ্যাপক বিজিত কুমার দে, অধ্যাপক গ ক ম আলমগীর ও  রবীন্দ্র গবেষক মিহির কান্তি চৌধুরী।
বাংলা বিভাগের প্রধান অধ্যাপক হোসনে আরা কামালীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি  আজিজ আহমদ সেলিম, অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, সংগঠক নজরুল হক, শামসুল আলম সেলিম, অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, আসমাউল হোসনা ও প্রদীপ কুমার দে এবং কবি সামস নূর ও আবিদ ফয়সল।