মেয়ে হত্যার বিচারে সকলের সহযোগিতা কামনা মায়ের

প্রকাশিত October 30, 2017
মেয়ে হত্যার বিচারে সকলের সহযোগিতা কামনা মায়ের

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ভাটি তাহিরপুর গ্রামের কুলছুমা বেগম তার ১০ বছরের মেয়ে খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত, হত্যাকারীদের শাস্তি ও নিজের পরিবারের জানমাল রক্ষায় প্রশাসন, পুলিশ, সাংবাদিক, মানবাধিকার কমিশন ও সুশীল সমাজ সহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
সোমবার দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে কুলছুমা বেগমের পক্ষে তার আত্মীয় কামরুল হাসান লিখিত বক্তব্য তুলে ধরেন।
এতে অভিযোগ করা হয়, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বনগ্রামে মতিউর রহমানের বাড়িতে গৃহকাজে নিয়োজিত খাদিজাকে ধর্ষণের পর হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করা হয়।
এ ঘটনায় পুলিশ মতিউর রহমানের ছেলে কামরুল ইসলামকে আটক করে; কিন্তু এ হত্যাকাণ্ডে জড়িত ১০/১১ জন। আদালত এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিলেও পুলিশ কোন উদ্যোগ নিচ্ছেনা। অন্যদিকে আসামিপক্ষ কুলছুমা বেগমের পরিবারকে নানা ধরনের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করা হয়।