মুক্তিযুদ্ধের সংগঠক ডা মালিকের ৩৩তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত May 13, 2017
মুক্তিযুদ্ধের সংগঠক ডা মালিকের ৩৩তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯৭০ সালে নির্বাচিত প্রাদেশিক পরিষদ সদস্য মুক্তিযুদ্ধের সংগঠক ডা এম এ মালিকের ৩৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে খাদিমনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ডা এম এ মালিক ফ্রি সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে টিলাপাড়া গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুুর রহমান আফিকের সভাপতিত্বে ও খলিলুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সিলেট যুব উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মো নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো সুহেল আহমদ, সমাজসেবা সম্পাদক রিংকু আহমদ, আজীবন সদস্য মো সালেহ আহমদ, এলাকার মুরব্বি মো আজমান আলী, মো হবিবুর রহমান, মো সিরাজ মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, ডা এম এ মালিক দেশপ্রেম ও ত্যাগের যে দৃষ্টান্ত রেখে গেছেন সিলেটবাসী সহ সারা বাংলার মানুষের কাছে তা অনুসরণীয় হয়ে থাকবে।
পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।