মাধবপুর থেকে ২১০১ পিস ইয়াবা সহ ৩ জন আটক

প্রকাশিত October 23, 2017
মাধবপুর থেকে ২১০১ পিস ইয়াবা সহ ৩ জন আটক

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ৯ হবিগঞ্জের মাধবপুর থেকে ২১০১ পিস ইয়াবা সহ ৩ জনকে আটক করেছে।
র‌্যাব ৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকারের নেতৃত্বে অভিযান চালিয়ে রবিবার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দি কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ৩য় তলা থেকে ইয়াবা সহ আজিজ মিয়া, রফিকুল আলম ও সালাউদ্দীন রাসেল মিয়াকে আটক করে।
এ সময় তাদের নিকট থেকে ৩টি পুরাতন মোবাইল ও ৬টি সিমকার্ড উদ্ধার করা হয়। তারা উপজেলার আলীনগর গ্রামের বাসিন্দা। তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।