সিলেট সিক্সার্সের সাথে আম্পায়ারের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত November 29, 2017
সিলেট সিক্সার্সের সাথে আম্পায়ারের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে মানববন্ধন

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট সিক্সার্সের সাথে আম্পায়ারের স্বেচ্ছাচারিতা ও বিপিএল গভর্নিং বডির উদাসিনতার প্রতিবাদে সিলেটে মানববন্ধন করা হয়েছে।
সিলেট সিক্সার্স সমর্থকদের উদ্যোগে বুধবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে এই মানববন্ধন করা হয়।
এতে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ, সিলেট সিক্সার্সের পৃষ্ঠপোষক এ কে এ লায়েক, নূরুল ইসলাম সোহেল, নাবিদ সিদ্দিকী, রাশেদ আহমদ রাহী ও আবির আহমদ রানা।
বক্তারা অভিযোগ করেন, বিপিএলে সিলেট সিক্সার্সের সাফল্য দেখে একটি চক্র ঈর্ষান্বিত হয়ে চক্রান্তের জাল বিস্তার করে।