নিষেধাজ্ঞা অমান্য করে ‘রাগীব নগর’ নাম ব্যবহারের অভিযোগ গ্রামবাসীর

প্রকাশিত December 6, 2017
নিষেধাজ্ঞা অমান্য করে ‘রাগীব নগর’ নাম ব্যবহারের অভিযোগ গ্রামবাসীর

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশ্বনাথ-দক্ষিণ সুরমার কামালবাজার এলাকার তালিবপুর গ্রামবাসী অভিযোগ করেছেন, রাগীব আলী উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন ক্ষেত্রে ‘রাগীব নগর’ নাম ব্যবহার করছেন।
মঙ্গলবার দুপুরে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দেয়া এক স্মারকলিপিতে এ অভিযোগ করা হয়।
একই স্মারকলিপিতে তালিবপুর নাম ঐতিহ্য রক্ষা পরিষদের আহবায়ক কবি লায়েক আহমেদ নোমান সহ নেতৃবৃন্দের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র ও ক্ষতি সাধনে লিপ্ত রাগীব আলী ‘চক্রের’ বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।
স্মারকলিপিতে গ্রামবাসী প্রতারণা করে ‘রাগীব নগর’ পোস্ট অফিস স্থাপনের অভিযোগ করে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও পোস্ট অফিস বন্ধের দাবি জানান।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, তালিবপুর নাম রক্ষা পরিষদের আহবায়ক কবি লায়েক আহমেদ নোমান, বিশ্বনাথ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, তালিবপুর নাম রক্ষা পরিষদের সচিব শাহ মো ওয়ায়েছ মিয়া, ব্যবসায়ী মাসুক মিয়া, স্থানীয় আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম তাজু, তালিবপুর নাম রক্ষা মামলার বাদি আবু সাইদ, মুরব্বি তমিজ উদ্দিন, মকবুল আলী, আহমদ আলী প্রমুখ।