নবীগঞ্জে ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রথম ‘ক্লিপটন’

প্রকাশিত January 14, 2018
নবীগঞ্জে ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রথম ‘ক্লিপটন’

নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে প্রতি বছরের ন্যায় আনন্দঘন পরিবেশে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পৌষ সংক্রান্তি উপলক্ষে রবিবার বিকেলে উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামবাসীর উদ্যোগে অায়োজিত এ ঘোড়দৌড় প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
এবারের প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে ৭টি ঘোড়া যোগ দেয়। এর মধ্যে দৌড়ে প্রথম স্থান অধিকার করেন দীঘলবাঁক ইউনিয়নের সেলিম আহমদের ঘোড়া ‘ক্লিপটন’। দ্বিতীয় হয় সিলেটের বিশ্বনাথের আশরাফ আহমেদের ঘোড়া ‘পঙ্খিরাজ’।
সাবেক ইউপি মেম্বার মছদ্দর আলীর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আতাউর রহমান, আউশকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য আব্দুল মুকিত চৌধুরী।