দুর্নীতিবাজদের আইনের আওতায় আনায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ হাওর উন্নয়ন পরিষদের

প্রকাশিত July 25, 2017
দুর্নীতিবাজদের আইনের আওতায় আনায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ হাওর উন্নয়ন পরিষদের

নিজস্ব প্রতিবেদক : হাওর এলাকায় ফসল রক্ষা বাধ নির্মাণে দুর্নীতির সাথে জড়িতদেরকে আইনের আওতায় আনায় হাওর উন্নয়ন পরিষদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সোমবার রাতে মহানগরীর জিন্দাবাজারে প্রীতিরাজ রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে এই ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মনোরঞ্জন তালুকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন আল আজাদ, এনামুল হক লিলু, খালেদ মিয়া, রওশন জলিল কোরেশী, শেখ আখতারুজ্জামান, শফিকুর রহমান, নূরউদ্দিন খান, তুহিন চৌধুরী, হুমায়ুন রশীদ শাহীন, অলিউর রহমান নাসিম, ইউসুফ শেলু, বাদল পুরকায়স্থ প্রমুখ।
অনুষ্ঠানে অভিযুক্ত দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।