সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতক উপজেলার জাওয়া বাজারে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে আবু সাঈদ নামের একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই সংঘর্ষ হয়। নিহত আবু সাঈদ (৪৫) হাদিদপুর গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।
পুলিশ সুপার বরকতুল্লাহ খান জানান, জাওয়া বাজারে পিংকি রেস্টুরেন্টের পাশে একখণ্ড জমি নিয়ে কায়স্থপাড়ার আব্দুল ওয়াহিদ ও হাদিদপুর গ্রামের আব্দুল কাহারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে। অন্তত ২১ জন আহত হন। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদকে মৃত ঘোষণা করেন।