গোয়াইনঘাট ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

প্রকাশিত November 23, 2017
গোয়াইনঘাট ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগরে সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, মহানগর যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পংকজ পুরকায়স্থ, জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম ও জ্যোতিস্ময় দাস সৌরভ সহ নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে গোয়াইনঘাট উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি মুক্তিযোদ্ধা মার্কেটের সম্মুখ থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথসভায় মিলিত হয়।
গোয়াইনঘাট তৃণমূল ছাত্রলীগের সভাপতি এ কে এম জাকারিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মনসুর ডালিমের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া রাসেল। প্রধান বক্তা ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এম মহিউদ্দিন মহি। আরো বক্তব্য রাখেন, রুস্তমপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শ্রমিক নেতা কুতুব উদ্দিন, ছাত্রলীগ নেতা ইনসাদ হোসেন রাজিব, গোয়াইনঘাট কলেজ তৃণমূল ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম আজাদ প্রমুখ।