এ টি এম তুরাব, সিলেট : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গোলাপগঞ্জ উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন।
রবিবার ৭ দিনের সফরে সিলেট এসেই তিনি নিজ নির্বাচনী এলাকা গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ও বুধবারীবাজার ইউনিয়নের বন্যা কবলিত কয়েকটি গ্রাম পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে বিকালে শিকপুর বাজারে সমবেত বন্যার্তদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, প্রকৃতি সৃষ্ট বন্যা মোকাবেলা করার কোন সুযোগ নেই। তবে সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। তাই রাষ্ট্রীয় অনেক কাজ ফেলে রেখে বন্যার্তদের পাশে ছুটে এসেছি।
শিক্ষামন্ত্রী বলেন, বন্যার্ত মানুষ যাতে কষ্ট না করে সেজন্য প্রশাসনকে পর্যাপ্ত ত্রাণসামগ্রী দিতে নির্দেশ দেয়া হয়েছে। বন্যায় যাদের ক্ষেত, খামার ও বাড়িঘর বিনষ্ট হবে তাদেরকে বিশেষ বরাদ্দ দেয়া হবে।
পরিদর্শনকালে শিক্ষামন্ত্রীর সাথে ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক এমদাদ রহমান, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আলী আকবর ফখর, যুবলীগ নেতা আলীম উদ্দিন বাবলু প্রমুখ।