খেলাঘরের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন

প্রকাশিত May 5, 2017
খেলাঘরের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বিকেলে মহানগরীর শারদা স্মৃতি ভবন প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সম্মিলিত নাট্য পরিষদের মহড়া কক্ষে। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা পুরঞ্জয় চক্রবর্তী বাবলা। সভাপতিত্ব করেন জেলা সভাপতি তাজুল ইসলাম বাঙালি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক তপন চৌধুরী।