কামালবাজারে দরিদ্রের মধ্যে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত May 27, 2017
কামালবাজারে দরিদ্রের মধ্যে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার ইউনিয়নে পবিত্র রমজান মাস উপলক্ষে দরিদ্র ও অস্বচ্ছল পরিবারের মধ্যে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে ইউনিয়নের কাড়ারপার প্রকাশিত গাংপাড় গ্রামের যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা দিলোয়ার হোসেনের বাড়িতে এসব বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিলেট জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ। বিশেষ অতিথি ছিলেন আবুল হোসেন এবং ডেইলি নিউ এজের স্টাফ করেসপন্ডেন্ট ও বাংলা টিভির ব্যুরো প্রধান মনিরুজ্জামান মনির। দিলোয়ার হোসেনের সভাপতিত্বে ও নিজাম উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ কামাল শাখার সভাপতি ফরিদ আহমদ, তরুণ সমাজ সংগঠক এনামুল হক মাক্কু, জমসেদ আলী, মাসুক মিয়া প্রমুখ।
সমাপনী বক্তব্যে দিলেয়ার হোসেন জানান, এ বছর কামালবাজর ও পার্শ্ববর্তী এলাকার ১,৫০০ পরিবার এবং ময়মনসিংহ অঞ্চলের ১,২০০ বন্যাকবলিত দরিদ্র পরিবারের মধ্যে চাল, ডাল, সোয়াবিন ও খেজুর বিতরণ করা হয়েছে।