আইনজীবী সহকারী কাউন্সিল আইন পাশের দাবিতে মানববন্ধন

প্রকাশিত September 27, 2017
আইনজীবী সহকারী কাউন্সিল আইন পাশের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ আইনজীবী সহকারী কাউন্সিল আইন পাশের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা আইনজীবী সহকারী সমিতি বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয় প্রাঙ্গণে এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সহকারী সমিতির সহ সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সদস্য রহমত আল আজাদ, সাব্বির হোসেন ও জমির উদ্দিন আহমদ।
বক্তারা বলেন, দেশের সব পেশার মানুষের জন্য আইন আছে; কিন্তু আইনজীবী সহকারীদের জন্য কোনো আইন নেই।